ঝালকাঠি প্রতিনিধিঃ
র‌্যাব-৮ অভিযান পরিচালনা করে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন আমুয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গাজীপুর মেট্রোঃ সদর থানার অপহরণ মামলার অপহরণকৃত ৬ বছরের শিশু কে উদ্ধার করেছে।

৭ আগষ্ট সোমবার রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন আমুয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রো সদর থানার অপহরণ মামলার অপহরনকৃত ৬ বছরের শিশু ভিকটিম মোছাঃ সালমা পিতা- মাওলানা নুর মোহাম্মদ, সাং- ভবানীপুর, ইউপি- ভাওয়ালগড়, থানা- জয়দেবপুর , জেলাঃ গাজীপুর‘কে উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সালমা (৬), খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার লেখাপড়া করে। গত ১ আগষ্ট ২০২৩ ইং তারিখ সকাল আনুমানিক ৯টার সময় পলাতক অপহরনকারী মোঃ রিয়াজ জমাদ্দার(৪০) নিকটতম আত্মীয় (খালু) সুবাধে ভিকটিমের খালার সন্ধানে বাড়িতে এসে সকলের সাথে কথা বলে, সকাল ১০ টার দিকে ভিকিটিমের মেজো ভাই এর সাথে বাড়ি থেকে বের হয়ে যায়। ভিকটিমের মেজো ভাইকে বলে সালমা কোন মাদ্রাসায় পড়ে সেখানে আমি দেখা করতে যাবো। ভিকটিমের ভাই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসায় অফিস রুমে কথাবার্তা বলে ভিকটিম মোছাঃ সালমা(৬)’কে মজা কিনে দেওয়ার নাম করে, ভিকটিম সালমাকে নিয়ে মাদ্রাসার সামনে একটি দোকানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ও অপহরনকারীকে আসতে দেরি হলে ভিকটিমের ভাই মাদ্রাসার সামনে দোকানে গেলে তাদেরকে দেখতে পায়নি। অপহরনকারীকে ফোন দিলে সে বলে তোর ছোট বোনকে অপহরণ করেছি বলে ফোনটি কেটে দেয়। তার পর হতে আত্মীয় স্বজনরা মিলে বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোন সন্ধান পাইনি। পলাতক আসামি ভিকটিমসহ নিজ এলাকায় আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ৪ আগষ্ট শুক্রবার ভিকটিমের ভাই মোঃ হাবিবুল্লাহ@ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং ০৮,তারিখ-০৪/০৮/২০২৩ ইং ধারা-৭, ২০০০ সালে নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) অপহরন মামলা রুজু হয়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে অপহরনকারীর অবস্থান ঝালকাঠি হওয়ায় মামলার তদন্তকারী অফিসার ভিকটিম উদ্ধারের জন্য র‌্যাব-৮, বরিশালে একটি অধিযাচন পত্র প্রেরণ করেন।

এমতাবস্থায় র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকৃত ভিকটিমের অবস্থান সনাক্ত করে। পরবর্তীতে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন আমুয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত অপহরণকৃত উদ্ধারকৃত ভিকটিম’কে গাজীপুর মেট্রোঃ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *