ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পর্যটন কেন্দ্র ছৈলার চড়ে যাহায়াতের বটতলা থেকে পর্যটন কেন্দ্র পর্যন্ত একমাত্র রাস্তাটি প্রশস্ত করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বটতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকরি সংগঠন কাঠালিয়া নাগরিক ফোরাম এর আয়োজন করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার বক্তব্য রাখেন,
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক, মোঃ নাঈম আহম্মেদ, আমরাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী জমাদ্দার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জয়নাল আবিদিন মাসুম, ইউপি সদস্য, ফয়সাল আহম্মেদ মিঠু, মাওঃ মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি, মোঃ বাদল হাওলাদার। বক্তরা বটতলা থেকে ছৈলার চড় পর্যন্ত রাস্তাটি অল্প সময়ের মধ্যে প্রশস্ত করার জোর দাবী জানান। রাস্তাটি প্রশস্ত হলে দেশি-বিদেশী পর্যটকদের গাড়ি নিয়ে যাতায়াতের সুবিধা হবে।