এম নুরুল কাদের মহেশখালী,
মহেশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অক্সিজেন কনসেনট্রেটর ও কাপড়ের মাস্ক হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেছেন কাপড়ের মাস্ক পরবো,কাপড়ের মাস্ক মানুষকে দিবো। এ সময় তিনি করোনা ক্রান্তিকালে স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপুর্ন বক্তব্য প্রদান করেছেন।
কোভিড-১৯ এর ২য় ওয়েভ মোকাবিলায় জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক অক্সিজেন কনসেনট্রেটর ও কাপড়ের মাস্ক হস্তান্তর অনুষ্টান ৯ই ডিসেম্বর সকাল ১১টার সময় মহেশখালী উপজেলার সম্মেলন কক্ষ অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার এডিসি প্রসুণ চক্রবর্তী, এডিসি সার্বিক মাসুদুর রহমান মোল্লা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান,সহকারী কমিশনার ভূমি সুইচিং মং মারমা,উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্প কর্মকর্তা মোঃমাহফুজুল হক, থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃফজলুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, মুক্তিযোদ্ধা ফিরোজ খান, মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ খান, অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত,উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, সমাজসেবা অফিসার মনঞ্জুর মোরশেদ , যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, কুতুবজুমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ব্রজগোপাল ঘোষ, সাধারণ সম্পাদক প্রনব কুমার দে, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আদিনাথ মন্দির এর পার্শ্বতর্তী আদিনাথ মন্দির পর্যবেক্ষন টাওয়ার স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং টাওয়ার নিমার্ন এর টাকা উপজেলা চেয়ারম্যান এর কাছে হস্তান্তর করেছেন।
পৌরসভাস্থ দক্ষিণ হিন্দুপাড়া গ্রামের সুরমী রানী দে(প্রকাশ মরনী) কে ঘর করে দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসক কামাল হোসেন। আদিনাথ মন্দির পরিদর্শন কালে কনকর ভাঙ্গার সময় সুরমী রানী কে দেখে এবং তার অভাবের কথা শুনে সরকারী ঘর করে দেওয়ার কথা দেয় জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন