ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
কাপড় ব্যবসায়ী পরিচয়ে যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালককে হত্যা করে একটি ইজিবাইক ছিনতাই করেছে দূর্বত্তরা।
২৭ আগষ্ট শুক্রবার সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন কুসুম্বা ইউনিয়নের শালাইপুর- হিলি সড়কের ছালাখুর গ্রামের রাস্তার পাশের একটি ধান ক্ষেত থেকে মনিরুল ইসলাম (২২) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ।
লাশ উদ্ধারের খরব পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি মনিরুল ইসলামের বলে তাঁরা শনাক্ত করেন।
নিহত ইজিবাইক চালক মনিরুল ইসলাম পাশ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সিংড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
নিহতের শশুর জানান, গতকাল বৃহস্প্রতিবার অানুমানিক রাত ৮ দিকে গাইবান্ধা জেলার ঘোড়াঘাট থেকে দুই কাপড় ব্যবসায়ীকে নিয়ে হিলিতে যাওয়ার কথা তার সে শ্বশুরকে মোবাইল ফোনে ফোনে জানায়।
কুসুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোক্তার মন্ডল জানান, এলাকার স্থানীয় লোকজন সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে তাজে অবগত করলে তিনি বিষয়টি থানায় জানালে ঘটনাস্থল থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ইজিবাইকে উঠে তাকে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করেছে দূর্বত্তরা।