জামালপুর প্রতিনিধি ॥
ঢাকার পল্টন থানায় দায়েরকৃত নাশকতার মামলা থেকে জামিনে কারামুক্তি পাওয়া জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে ফুলেল শুভেচ্ছার মধ্যেদিয়ে সংবর্ধনা জানালেন জেলা, শহর, উপজেলা এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। জামিন পেয়ে ঢাকা থেকে ফেরার পথে বৃহস্পতিবার জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় ছাত্রনেতা শফিককে সংবর্ধনা জানান নেতৃবৃন্দ।
এসময় জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি ও ইমরান কায়সারসহ জেলা, শহর, উপজেলা, কলেজ, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে অংশ নিতে পল্টনে পৌছালে ২৭ অক্টোবর রাতেই পুলিশ কর্তৃক গ্রেফতার হন জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে ২৮ জানুয়ারি রবিবার কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি পান তিনি।