ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় চুরি যাওয়া একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চোর চক্রের চার সদস্যকে গ্রেফকার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই উপজেলার মাত্রাই ইউনিয়নের ছত্রগ্রামের নাছির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম জাম্বো (৪৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালামগাড়ী গ্রামের রমজান আলীর ছেলে জুয়েল রানা (৩৬), একই উপজেলার রায়নগর গ্রামের শাহজাহান সাকিদারের ছেলে সাজু মিয়া (২৯) এবং একই গ্রামের মৃত পুকরু ফকিরের ছেলে শফিকুল ফকির শহিদুল (৫০)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, গত মাসের ২০ তারিখে ওই সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) টি চুরি হয়ে যায়। পরে মঙ্গলবারে সিএনজির মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। এরপরই বিষয়টি আমলে নিয়ে জোরালো অভিযান চালানো হয়। আর ঘটনায় জড়িত অভিযুক্ত চোর চক্রের চার সদস্যকে বগুড়ার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।