ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি ঃ
বাঙ্গালী জাতির অবিস্মরণীয় সুমহান মর্যাদার দিন এবং মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহিন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভাবে স্মরণের মধ্যদিয়ে জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন হয়েছে।
এই দিবসটি পালনের শুরুতে উপজেলা প্রসাশনের আয়োজনে শনিবার সূযোর্দয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্ব্নির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর কালাই বাসট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে একে একে পুস্পার্ঘ অর্পন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপরে সকাল ৮.৩০ মিনিটে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে উক্ত অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করার পরে থানা পুলিশ, উপজেলার মুক্তিযোদ্ধা, আনসার, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে, ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ-এর সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা, কালাই থানার অফিসার ইনচার্জ মঈন, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান মো.আলী আকবর আলী, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন