লালমনিরহাট অফিস \ গতকাল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বে-সরকারি সংস্থা প্রফিট ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০ ঘটিকায় ডিসি রোড, তুষভান্ডারে উন্নয়নের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটে যুব জনগোষ্ঠীর বিশেষ দাবি সমূহ নিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বিশেষ তাৎপর্যপূর্ণ গুরুত্বারোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, মোছাঃ মোতাহারা বেগম, প্রোগ্রাম অফিসার মোছাঃ শাহানাজ স্মৃতি, টেকনিক্যাল অফিসার মনিরা সুলতানা এবং ইয়ুথ সদস্য মোছাঃ লিজামনি, মোঃ স্বাধীন ইসলাম প্রমুখ। বাজেটে যুব জনগোষ্ঠীর প্রস্তাবকৃত নিম্নবর্ণিত দাবী সমূহ তুলে ধরা হয়- করোনা ঝুকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য পৃথক স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ, বেকার যুবকদের জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনির আওতা বৃদ্ধিসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর মওকুফ বা সুদ মুক্ত ঋণের ব্যবস্থা, কার্যকর যুব উন্নয়নের জন্য সঠিক রুপরেখা সহ পরিকল্পনার স্বচ্ছ বাস্তবায়ন , টেকসই উন্নয়ন নিশ্চিত করনে যুব ও নারীদের জন্য বিশেষ বরাদ্দ, গুনগত কারিগরি শিক্ষা নিশ্চিতসহ প্রশিক্ষণ ও যুবদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ তৈরির বিশেষ বরাদ্দ , সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৃথক কিশোর-কিশোরী কর্ণার স্থাপন ও কাউন্সেলিংয়ের জন্য বিশেষ বরাদ্দ, স্যানিটারী ন্যাপকিনের ব্যবহারকে উৎসাহিত করতে দাম কমানোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ, যুব ও নারী বাস্তব সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুলোতে বিশেষ বরাদ্দ, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে যুবদের অংশগ্রহনের সুযোগ, যুব ও নারীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহনের সুযোগ চান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *