পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়
শনিবার রাতে দূর্বৃত্তরা জেসমিন আক্তার (২৩) নামের এক নারীকে
ছুড়িকাঘাত করে হত্যা করেছে। দূর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর
ভুট্রো মিয়ার বাড়ীর পিছনের একটি জঙ্গলে ফেলে রেখে যায়।
রোববার সকালে এলাকাবাসী নিহতের লাশ দেখে পুলিশে খবর দিলে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। পরে নিহতের
লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত
দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পাঠানপাড়া গ্রামের
সুলতান আহম্মদের মেয়ে। সে উপজেলার পূর্বচান্দরা এলাকার
রিপন রেহানার বাড়ীতে ভাড়া থেকে একটি পোশাক তৈরির
কারখানায় চাকুরি করতো।
নিহতের পরিবার ও পুলিশ জানান, জেসমিন আক্তারের সাথে তার
স্বামী ওমর ফারুকের ডিভোর্স হয় কয়েকমাস আগে। এ নিয়ে
দুই পরিবারের মধ্যে নানা দ্বন্দ্ব চলে আসছিলো।
পুলিশের ধারণা, জেসমিন আক্তারকে ডিভোর্সধারী স্বামী ওমর
ফারুক হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে।
মৌচাক পুলিশ ফাঁড়ীর এসআই লিটন মিয়া জানান, নিহতের
পরিবারের সদস্যরা প্রাথমিক ধারণা করছেন, আগের স্বামী ওমর
ফারুক হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। তবে হত্যার কারণ
এখনো জানা যায়নি।