পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে মঙ্গলবার ভোরে রশিদুল ইসলাম (২২) নামের অটো-রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মৃত ব্যক্তি নীলফামারী জেলার সদর থানার লক্ষিচাপ এলাকার উসমান গনির ছেলে।সে উপজেলার লতিফপুর জোরা ব্রীজ এলাকার রতনের বাসায় ছোট বোন আর বোনের জামাইয়ের সাথে ভাড়া থেকে ব্যটারী চালিত অটোরিকশা চালাতেন।

এ ঘটনায় দুই জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ ও অপর একজন পলাতক রয়েছে ।আটক কৃতরা হলেন ,কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের শাহজাহান এর ছেলে সাজু (২৯) এবং টাঙ্গাইল জেলার গেনুচালা এলাকার মৃত দেলোয়ারের ছেলে মোংলা (৪০)। মোংলা উপজেলার শ্রীফলতলী এলাকর ফেরদৌসের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রায় এক মাস পূর্বে ছোট বোন শাহিনুরের বাসায় বেড়াতে আসে। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে লকডাউন থাকার সুযোগে রশিদুল বাড়তি ইনকামের জন্য মাঝে মাঝে বোন জামাইয়ের কেনা ব্যটারী চালিত অটোরিকশা চালাতো। প্রতিদিনের ন্যায় গত সোমবার সন্ধ্যায় ইফতারের পর অটোরিকশা নিয়ে বাসা থেকে বাহির হলে শ্রীফলতলী এলাকা থেকে মোঃ মোংলা (৪০) যাত্রী বেসে উঠে।

পরে কিছুদুরে যাওয়ার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাজু মিয়া সহ আরো দুইজন উঠে। পরে তারা তাকে নানা বাহানায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাত দেড়টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘুরাতে থাকে। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।পরে ঘাতক খুনিরা নিহতের লাশ মহাসড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপে লোকিয়ে রেখে অটোরিকসা নিয়ে পালিয়ে যায়।

এদিকে ভাইয়ের ফিরতে দেরি হওয়ায় নিহতে বোন জামাই ও আরো তিন থেকে চারজন খুঁজতে বের হয়।পরে বিভিন্ন জায়গায় খুঁজাখুজির এক পর্যায়ে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই হাটু ভাঙ্গা এলাকার একটি চায়ের দোকান থেকে অটোরিকশা সহ মোংলা মিয়াকে আটক করে। পরে রশিদুলের কথা জানতে চাইলে মোংলা মিয়া উলট পালট কথা বলে। পরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে ঘাতক মোংলা কে থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে হত্যার কথা শিকার করে। খুনি শিকারত্বি অনুযায়ী এবং খুনিকে সাথে নিয়ে উপজেলার টান সূএাপুর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জে এম এস কারখানার সামনের পরিত্যক্ত জমিনের ময়লাস্তুপ থেকে নিহতের লাশ উদ্ধার করে কালিয়াকৈর পুলিশ।

এ ঘটনায় নিহতের বোন জামাই তোতা মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার এস আই সোহেল মোল্লা জানান,নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত ২ জন আসামিকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর আগামীকাল জেল হাজতে পাঠানো হবে। অভিযুক্ত অপর ব্যক্তিকে গ্রেফতারের জন্যে অভিযান অব্যহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *