পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ,বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ৯৫ তম জন্মদিন উদযাপন করেছেন বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা সেবা যুব উন্নয়ন সংস্থা।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিনহাটি এলাকায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধায় জন্মদিন পালন করা হয়।এসময় বঙ্গতাজের স্বরনে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে দিন টি পালন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীও শিশু-কিশোরদের মাঝে বই বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও সফল সংগঠক সাংবাদিক মো.সেলিম রানা, আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক ডি এম এরশাদুল আলম, হরিনহাটি বাজারের সফল ব্যবসায়ী আওয়ামী লীগের মহল্লা কমিটির সদস্য মো. মজিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন মো.মিলন,সজিব,হৃদয় সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।