এস.বি-সুজন : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ বর্মনে’র বিরুদ্ধে অনাস্থা এনেছেন ওই একি ইউনিয়নের ১১ জন সদস্য।
গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেনে ওই সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে টিআর এর বরাদ্দকৃত ১৫০০০০ টাকা নিজ সভাপতিত্বে উত্তোলন করলেও অদ্যবধি তিনি কোনো কাজ করেননি। ২০১৯-২০ অর্থবছরে এডিবি প্রকল্পের ১৫০০০০ টাকা একক সিদ্ধান্তে দায়সারা গোছের কাজ করে পুরো টাকাই আত্মসাত করেছেন। এছাড়াও জন্ম নিবন্ধন সনদ দিতে ৪শ থেকে ৫শ টাকা, প্রত্যায়ন পত্র দিতে ৫০ টাকা, ভূমিহীন সনদ দিতে ৫শ থেকে ১ হাজার টাকা নিচ্ছেন উক্ত চেয়ারম্যান। ট্রেড লাইসেন্স’র টাকা সহ বিভিন্ন খাতের টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এছাড়াও সদস্যদের সাথে অশুভ আচরন করে থাকেন। এ পরিস্থিতিতে ওই ইউনিয়নের ১১ জন সদস্য গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়-টায় চেয়ারম্যানকে অপসারণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শ্রী রবীন্দ্র নাথ বর্মন বলেন, অমি বিষয়টি জানি না তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।
এ বিয়য়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান মোবাইল ফোনে বলেন, ‘দলগ্রাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিকসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ওই ইউনিয়নের ১১ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।