এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ নার্গিস আক্তার পপি (২২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে আড়পাড়া দর্গাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের সিরাজুল ইসলাম ড্রাইভারের মেয়ে।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন রাসেল আলী জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে তারা আড়পাড়া দর্গাপাড়ায় অভিযান চালান। সে সময় সিরাজুল ইসলাম ড্রাইভারের বাড়িতে তল্লাসী চালিয়ে একটি ব্যাগের মধ্যে থাকা ৪২ বোতল ফেন্সিডিলসহ নার্গিস আক্তার পপিকে গ্রেফতার করেন।
তিনি আরো জানান, ফেন্সিডিলের মালিক আড়পাড়া মাঠপাড়ার আনোয়ারা বেগম ওরফে আনিসের মা। এ ঘটনায় গ্রেফতার হওয়া পপি ও আনোয়ারা বেগম ওরফে আনিসের মা’র নামে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ পপি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।