লালমনিরহাট প্রতিনিধি \
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ২১ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট মনির হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর কানি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মনির একই গ্রামের মজিবর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমান্তবর্তী এলাকায় বাড়ী হবার সুবাদে দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিল মনির। সুধু তাই নয় সে মাদক সেবন, মাদক ব্যবসা, সন্ত্রাসী এবং মাদক দিয়ে মানুষকে ফাঁসিয়ে অর্থ আদায় সহ নানা অভিযোগে লিপ্ত ছিল উক্ত মনির। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ মনিরকে গ্রেফতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।