পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রো থানার জিরানি বাজারের তেতুইবাড়ী এলাকায় কেএসি ফ্যাশন নামক একটি কারখানার ভিতরে ঢুকাকে কেন্দ্র করে কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডলের সাথে নিরাপত্তা কর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় কাউন্সিলর কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল রোববার রাতেই সাদা কাগজে মুচলেকা দিয়ে বিষয়টি মীমাংসা করেন কারখানা কর্তৃপক্ষের সাথে। তবে মুচলেকায় কারখানার পক্ষে পরিচালক এডমিন এম বব চৌধুরি ও কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল। উভয়ে স্বাক্ষরিত মুচলেখায় উল্লেখ্য করেন, সামান্য ভুল বুঝাবুঝির এক পযার্য় কারখানার শ্রমিককদের সাথে কাউন্সিলর সমর্থকদের অপ্রীতিকর ঘটনা ঘটে।

মুচলেকা দিয়ে কারখানা থেকে বের হলেও সোমবার দুপুরে গাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কাউন্সিলর মন্তাজ উদ্দিন মন্ডল ওই কারখানায় জামায়াত শিবির হামলা করে বলে উল্লেখ্য করেন।

এসময় কাউন্সিল মোঃ মন্তাজ উদ্দিন মন্ডল বলেন, রোববার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে ওই কারখানার সামনে গেলে জামাত শিবিরের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে শ্রমিকলীগের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন ও নির্মান শ্রমিকলীগ কাশেমপুর থানার সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন আহত হয়। পরে কাশেমপুর থানা ও শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *