কুড়িগ্রাম জেলা প্রতিনিধি #
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরাসরি ভোটের মাধ্যমে গোড়াই পাঁচ পীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার অভিভাবকদের স্বতস্ফুর্ত ভোট দানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয়ের সূত্রে জানা যায়, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রবিবার উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে ৪জন বিজয়ী হয়েছে।এদের মধ্যে – আজিজুল হক ২৯৭ ভোট পেয়ে প্রথম হন, ইমাম হোসেন ২৬৩ ভোট পেয়ে দ্বিতীয় হন, আহাম্মদ আলী ২৫৪ ভোট পেয়ে তৃতীয় হন, মোঃ আনোয়ারুল ইসলাম ২৪৫ ভোট পেয়ে ৪র্থ হন, উল্ল্যেখ্য যে, পাঁচপাীর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ভোটের সংখ্যা ৬১০ ভোট। নির্বাচনে প্রত্যেক ভোটার ৪টি করে ভোট দিতে পেরেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষক প্রতিনিধি পুরুষ তিনজনের মধ্যে মোঃ জহুরুল হক ১ম, আব্দুর সবুর খাঁন ২য়, দাতা সদস্য পুরুষ ডাঃ বিনয় বর্ম্মন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছাঃ জান্নাত ফেরদৌস,
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ আন্জুয়ারা বেগম। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন,মোঃ নুরে-ই আলম সিদ্দিকী,উপজেলা একাডেমি সুপার ভাইজার। পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেন, মোঃ তরিকুল ইসলাম উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার। এ সময় আরো উপস্থিত ছিলেন গোড়াই পাঁচপীর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ বিনয় বর্ম্মন,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম। দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মহির আমিন,
এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ম্যানেজিং কমিটির নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় উলিপুর থানার এস আই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ সদস্য ও গ্রাম পুলিশগণ যথাযথ দায়িত্ব পালন করেন।