বিপুল রায় -স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুতের সহকারী জুনিয়র প্রকৌশলীকে মারপিটের অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসাধীন পল্লী বিদ্যুতের সহকারী জুনিয়র প্রকৌশলী রতন মিয়া।অভিযোগ সূত্রে জানা যায়, নাগেশ্বরী পৌরসভার বালাসিপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫), আলম মিয়ার ছেলে আব্দুর রশিদ (২৫), সিরাজুল ইসলাম (৬০), শাহানত আলীর ছেলে আলমগীর হোসেন মিলে রোববার (৩০ জুলাই) সকাল ১০ টার দিকে গাছ কাটার জন্য নাগেশ্বরী জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রতন মিয়ার টেবিলে যায়। এ সময় জোরপূর্বক লাইন বন্ধ করতে বলেন তারা। এতে রতন মিয়া লাইন বন্ধ করতে অফিসের নিয়মানুযায়ী আবেদন করার পরামর্শ দেন। কিন্তু তারা বিষয়টি না মানলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।


এক পর্যায়ে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধরের চেষ্টা চালায়। এ সময় অফিসের সহকর্মীরা থাকায় তাকে মারধর করতে না পেরে বাইরে এসে বিভিন্ন হুমকি দিতে থাকে। পরে বেলা ১১টার দিকে রতন মিয়া এবং লাইন শ্রমিক আরিফুল ইসলাম মিলন অফিসের দাপ্তরিক কাজের জন্য মোটরসাইকেলে অফিসের গেট থেকে বাইরে এলে তাকে বেদম পেটাতে থাকে। এতে করে রতন মিয়া গুরুতর আহত হলে অফিসের লোকজন তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *