কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, এস আই ছাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বুধবার রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তরকুটি চন্দ্রখানা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে লিটন মিয়ার বাড়ীতে অভিযান চালায়। এ সময় ১৭১ বোতল ফেন্সিডিল ও ৯০ পিস ইয়াবাসহ বাড়ীর মালিক লিটন মিয়া (২৮) ও সুভাষ চন্দ্র রায় (২৭) কে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। সুভাষ চন্দ্র রায় একই ইউনিয়নের মধ্য কুটিচন্দ্রখানা গ্রামের ভবেন চন্দ্র রায়ের ছেলে। পরে পুলিশ বাদী হয়ে দুই মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই মাদক চোরাকারবারিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়।