মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা সম্মিলিতভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
১২ অক্টোবর ২০২৪, শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও কচাকাটা থানাধীন বিভিন্ন পূজা মন্ডপসমূহ সরজমিনে পরিদর্শন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শনকালে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান সহ সকল পূজা মন্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস,নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহাম্মেদ,ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান,কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। ভুরুঙ্গামারী পুজা উদযাপন পনিষদের সভাপতি শ্রী স্বপন কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র সাহা,কচাকাটা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ চন্দ্র কর্মকার প্রমুখ ও বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম রাজ্জাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *