কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের আওতাধীন যাত্রাপুর ব্র্যাক অফিসের ব্র্যাক আলট্রা -পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সার্বিক সহযোগিতা ও ছত্রপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল), বনজ-ফলজ গাছের চারা, কৃমিনাশক ট্যাবলেট ও রুচিবর্ধক ট্যাবলেট বিতরন করা হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর ২০২১) কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের ছত্রপুর গ্রামে ছোট-বড় বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে, নারী-পুরুষ নিয়ে দিনব্যাপী চলে ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রাধান্য দেওয়া হয় গ্রামীণ ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের খেলাগুলোকে। আনন্দে উচ্ছাসে শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এতে। খেলাধুলা শেষে বেলা তিনটায় আয়োজন হয় নৃত্যানুষ্ঠানের। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ১২০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল), বনজ-ফলজ গাছ, কৃমিনাশক ট্যাবলেট ও রুচিবর্ধক ট্যাবলেট বিতরন করা হয়।
বিতরণ কালে ইউপিজি কর্মসূচি যাত্রাপুর সদর, কুড়িগ্রামের শাখা ব্যবস্থাপক মোঃ আঃ কাদের বলেন, আমরা পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে এগিয়ে নিতে নিরলস কাজ চালিয়ে যাচ্ছি। এই এলাকার লোকজনের মন উৎফুল্ল করতে আমাদের আজকের এই আয়োজন। আমরা প্রতি বছরের ডিসেম্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি।
এসময় ছত্রপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সভানেত্রী মোছাঃ আদুরি খাতুন, সাধারন সম্পাদক মোঃ কায়েছ মিয়া, অর্থ সম্পাদক মোঃ ছকিবর মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাদেকুর রহমান বাধন, কুড়িগ্রাম আঞ্চলিক অফিস এর সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ ছামছুল ওলামা এবং ইউপিজি কর্মসূচির সকল কর্মিবৃন্দ সহ এলাকার মান্য গন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; যাত্রাপুর শাখা নিয়মিত ইউপিজি সদস্য ২৫৬ জন, ডিজএ্যাবিলিটি সদস্য ৪৭ জন, সর্বমোট ৩০৩ জন উপকারভোগি নিয়ে গ্র্যাজুয়েশনের লক্ষে কাজ করে আসছে। উক্ত শাখার সার্বিক সহযোগিতায় বিভিন্ন সময় সেমাই চিনি, গবাদি পশু, বনজ ও ফলজ গাছ প্রদান সহ বিভিন্ন সেবা প্রদান করে আসছে।