স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের যাত্রাপুর বিজিবির টহলদল কর্তৃক ১১৬৫ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে। জানাগেছে ৪ ডিসেম্বর দুপুর ১.৩০ ঘটিকার সময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন(২২ বিজিবি) এর আওতাধীন যাত্রাপুর বিওপির টহলরত বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমানের নির্দেশনায় যাত্রাপুর বিওপির আওতাধীন চরপার্বতীপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কালো পলিথিন ব্যাগে ১১৬৫ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করে।যার আনুমানিক মুল্য ৩ লাখ ৪৯ হাজার ৫ শত টাকা।কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান,সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার বন্ধে ব্যাটালিয়নের প্রতিটি বিওপি এলাকার টহল জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।