কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখা ইউনিয়নের এক ইউপি সদস্যর আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এই ঘটনার পর থেকে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। ফাঁসকৃত
এক মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটিতে ওই ইউপি সদস্য ও এক নারীকে একটি কক্ষে শারীরিক সম্পর্কে লিপ্ত অবস্থায় দেখা যায়। ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নজির হোসেন লাল’’র ভিডিও বলে একাধিক সূত্র নিশ্চিত করেন। ওই নারীর বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। তাদের এই ভিডিওটি স্বেচ্ছায় ধারণা করা হয়েছে বলে ভিডিওর শেষ অংশে বোঝা যায়।
অভিযুক্ত ইউপি সদস্য নজির হোসেন লালকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। তাই এব্যাপারে তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
তবে নাজিমখাঁন ইউপি চেয়ারম্যান মালেক পাটোয়ারী নয়া বলেন, বিষয়টি আমি বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছি। কিন্তু ভিডিওটি দেখিনি। এটাও শুনেছি ভিডিওর সত্যতা নিশ্চিত করতে ইউপি সদস্য নাকি সাইবার অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন। কিন্তু এ ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেনি।
রাজারহাট থানার ওসি আব্দুল্ল্যাহ হিল জামান বলেন, ঘটনাটি শুনেছি। থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি জানান।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম বলেন, এ রকম ঘটনা অফিসিয়ালি কেউ আমাকে জানায়নি। কেউ জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।