কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা আটক করেছে বিজিবি। এছাড়া কাশিপুর, রামখানা, গোড়কমন্ডল সীমান্ত এলাকা থেকেও মাদকদ্রব্য ধরা পরার খবর পাওয়া গেছে। বিজিবি জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর বিওপির টহল দল ৪২ বোতল ফেন্সিডিল আটক করেছে। কাশিপুর বিওপির নায়েব সুবেদার মোঃ মর্তুজা আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সীমান্ত মেইন পিলার ৯৪৪ এর ৭ এস হতে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ অনন্তপুর নামক স্থানে অবস্থান গ্রহণ করে। এসময় এক জন লোক মাথায় কার্টুন নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মাথার কার্টুন মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির টহল দল ৪২ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।
এদিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার রামখানা বিওপির নায়েক মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে শাহাটারী নামক স্থান হতে ৩৫ বোতল ফেন্সিডিল এবং গোড়কমন্ডল বিওপির নায়েক মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে বেড়িবাঁধ নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় হ্যাপী গোল্ড মদ জব্দ করেছে।
অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্তের সুবেদার মোঃ কামরুল আহসান এ নেতৃত্বে যাত্রাপুর নদীর ঘাট নামক স্থান হতে ভারতীয় ৩৫ কেজি বাবা জিরা আটক করেছে। ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের পরিচালক মোঃ জাকির হোসেন জানান, জব্দকৃত মদ ও ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং জিরা কাস্টম অফিসে জমা করা হয়েছে।