কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেলে কর্মরত মোঃ সুমন রেজাকে অতিরিক্ত পুলিশ সুপারের র্যাংক ব্যাচে অলংকৃত করা হয়। তিনি গত ১২ নভেম্বর এক প্রজ্ঞাপন বলে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
তাকে অতিরিক্ত পুলিশ সুপারের র্যাংক ব্যাচ অলংকৃত করান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুমন রেজার সহধর্মিণী ফারিয়া আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত সকলেই অতিরিক্ত পুলিশ সুপার সুমন রেজা ও পরিবারের পৌন:পুনিক সাফল্য কামনা করেন।