মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুড়িগ্রামে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ব্যাটারী চালিত মিশুক অটো রিক্সা বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেপিএমকেএস কুড়িগ্রাম এর দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের আওতায় গতকাল শনিবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুড়িগ্রামে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ব্যাটারী চালিত মিশুক অটো রিক্সা বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- পিজেকেইউএস’র চেয়ারম্যান ও গণ উন্নয়ন সোস্যাইটি’র এফও মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রব সরকার রাজু, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম’র আহ্বায়ক খম আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ড. মোঃ আরিফুল রহমান, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের এ্যাসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়। অনুষ্ঠানে দুস্থ্য পরিবারের মাঝে ৬টি ব্যাটারী চালিত অটো রিক্সা বিতরণ করা হয় এবং অনুষ্ঠানে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার জানান, দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলা সদরের ৫টি ইউনিয়ন যথাক্রমেঃ- কুড়িগ্রাম পৌরসভা, বেলগাছা, কাঁঠালবাড়ী, মোগলবাসা ও ভোগডাঙ্গা ইউনিয়ন এবং উলিপুর উপজেলার দুর্গাপুর ও বুড়াবুড়ী ইউনিয়নে প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদরে ১ হাজার এবং উলিপুরে ৫’শ হতদরিদ্র পরিবার সুফলভোগী হিসেবে নির্বাচিত হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা কো-অর্ডিনেটর মোছাঃ শেফালী বেগম, আইটি সেকশন অফিসার মোঃ মমিনুল ইসলাম মমিন, অডিট অফিসার ইমরান সরকার সহ সকল ইউনিয়নের মাঠকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *