হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জনপ্রিয় টিভি চ্যালেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ’র সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত গুণিজন এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান ও এডভোকেট আহসান হাবীব নীলু, বাংলাদেশ প্রতিদিন’র সাংবাদিক খন্দকার একরামুল হক সম্রাট, প্রথম আলোর স্টাফ রিপোর্টার জহির রায়হান জুয়েল, নিউজ টোয়েন্টিফোর টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজ খন্দকার।
আলোচনাসভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।