কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪০) কে পিটিয়ে হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান চাঁদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর ও রাকিবুজ্জামান রনি, নিহত সোহানের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ স্থানীয়রা।
সাবেক ছাত্রলীগের সভাপতি রাকিবুজ্জামান রনি বলেন, হত্যাকারী যেই হোক কোন ছাড় দেয়া যাবে না। ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলবে। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।
নিহত সোহানের চাচা মোঃ নুর ইসলাম বলেন, সোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সোহানের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী বিন্দু ও তার সহযোগীদের কঠিন বিচার দাবি করছি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।