কুড়িগ্রাম প্রতিনিধি:
৫আগস্ট ২০২৩খ্রিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে কুড়িগ্রাম সদরের স্বাধীনতার বিজয় স্তম্ভ প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ স্ব-স্ব অধিক্ষেত্রে যথা যোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ও আলোচনায় নিবিড় অংশ গ্রহন করে।
শনিবার দিনের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এরপর জেলা পুলিশের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন মঞ্জুর এ মুর্শেদ, বিজ্ঞ পিপি এস এম আব্রাহাম লিংকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে আলোচনা সভা ও স্মৃতিচারণ এবং চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের সর্বত্র উক্ত দিবস উপলক্ষ্যে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।