এশিয়ান বাংলা নিউজ

আজ ২০ আগস্ট ২০২৩ তারিখ দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মোঃ জহুরুল হক, কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম
কনস্টেবল মোঃ এনামুল হক, কনস্টেবল শ্রী অচিন্ত কুমার মুকুট মনী, কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম, এসআই সশস্ত্র মোঃ গোলজার হোসেন, টিএসআই কার্তিক চন্দ্র রায় সরকার ও পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আমজাদ হোসেন তাদের দীর্ঘ ৪২ বছর চাকরি শেষ করে কুড়িগ্রাম জেলা পুলিশকে বিদায় জানিয়েছেন। কুড়িগ্রাম জেলা পুলিশের এই আট জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে আজ কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের সকল সদস্যদের উপস্থিতিতে বদলি জনিত বিদায় সংবর্ধনা, স্মৃতিচারণ, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বিদায় বেলায় মাসিকসভায় উপস্থিত সকল পুলিশ সদস্য দাঁড়িয়ে তাদের সম্মান জানান। দেশ, জনগন ও নাগরিকসেবায় তাদের অসামন্য অবদানের জন্য সকল পুলিশ সদস্য করতালির মাধ্যমে পিআরএলে যাওয়া পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রাফিল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী অবসরপ্রাপ্ত সকল সদস্য উপস্থিত সকলের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করে বলেন, পুলিশের চাকরীর মাধ্যমে দেশ ও জনগনের সেবা দিতে পেরেছি, এটাই আমাদের শান্তি ও গর্ব।

সৎ, নির্ভীক, পেশাদার ও দেশপ্রেমিক এই আট জন পুলিশ সদস্য জেলা পুলিশে কর্মরত সকলের অফুরন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে। কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যবৃন্দ তাদের অবসরকালীন সময় যেন সুখ, শান্তি ও মংগলময় হয় সেই প্রত্যাশা ও প্রার্থনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন