কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেট্রিশিয়ান ইউনিয়ন।
শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের ত্রি-মোহনী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ভিলেজ ইলেট্রিশিয়ান ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখা।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহসভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ও সাংগাঠনিক সম্পাদক ফুলবাবু রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামের নামে মানুষ হত্যাকারীরা ইসলামের শত্রু। সকলে মিলে নিরীহ মানুষ হত্যাকারী জঙ্গীদের প্রতিহত করার ঘোষনা দেন বক্তারা।