জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার….
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট অনুর্ধ্ব ১৭ বালক এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ মে বিকাল চারটায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে পতাকা উত্তোলন শেষে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। উদ্বোধনী খেলায় বড়ভিটা ইউনিয়ন ফুটবল দল বনাম শিমুলবাড়ী ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হন। ৯০ মিনিটে দুই দলের ১-১ গোলের সমতা থাকায়, ট্রাইবেকারে বড়ভিটা ইউনিয়ন ফুটবল দল জয় লাভ করেন। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন দাস, সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল হুদা দুলাল, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আহমদ আলী পোদ্দার রতন সহ আরো অনেকে।
খেলা শেষে বড়ভিটা ইউনিয়ন ফুটবল দলের গোলকিপার লেবু কে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।