oppo_0

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পৌরসভা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হলেও এখনও গড়ে উঠেনি একটি জনবান্ধব ট্রাক স্ট্যান্ড। এ কারণে প্রতিনিয়ত রাস্তার ধারে অথবা রাস্তায় মালবাহী পরিবহনগুলো যত্রতত্র স্ট্যান্ড করে রাখায় পুরো কুড়িগ্রাম পৌরসভায় ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে। কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ থেকে শুরু করে কয়েক হাজার শ্রমিক জরুরী ভিত্তিতে কুড়িগ্রাম পৌর এলাকায় একটি ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছে। দীর্ঘদিন থেকে মটর মালিক গ্রুপের পক্ষ থেকে কুড়িগ্রাম পৌর এলাকায় একটি ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে দাবি জানানো হলেও আদৌ তা বাস্তবায়ন হয়নি। ফলে ভোগান্তিতে পড়েছে কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষ। কুড়িগ্রাম পৌর এলাকায় দ্রুত ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক, কার্যকরি সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নুরনবী মিয়া, সহ-সভাপতি আব্দুল হাকিম, আয়নাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সহ সাধারণ সম্পাদক আক্কাছ আলী, একরামুল হক মিঠু, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, অর্থ সম্পাদক রুহুল আমিন, সড়ক সম্পাদক মিঠু মিয়া, আলম মিয়া, আতাউর রহমান, সায়েম মিয়া, দপ্তর সম্পাদক আখের আলী, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহাব, সমাজকল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, ক্রীড়া সম্পাদক আজাদ মিয়া, কার্যকরী সদস্য আব্দুল কাইয়ুম, রিয়াজুল ইসলাম, শাহাজালাল হোসেন, খলিলুর রহমান, হেলাল সহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ। কুড়িগ্রাম পৌরসভায় ট্রাক স্ট্যান্ড নির্মাণ প্রসঙ্গে কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম জানান, কুড়িগ্রামে একটি ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য সরকারি জায়গা খোঁজা হচ্ছে। যেখানে সেখানে ট্রাক স্ট্যান্ড নির্মাণ করা সম্ভব না। কুড়িগ্রাম ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে যে জায়গাটিতে ট্রাক শ্রমিকরা স্ট্যান্ড করার জন্য দাবি করছে ঐ জায়গাটি শেখ রাসেল পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা। তাছাড়া জায়গাটি মনোরম পরিবেশে, সেখানে বিভিন্ন দর্শনার্থী ও শিশুরা বিনোদনের জন্য প্রতিদিন ভীড় জমায়। সেখান ট্রাক স্ট্যান্ড নির্মাণ করা হলে সাধারণ মানুষের নিরাপত্তায় বিঘ্ন ও পরিবেশের ক্ষতি হবে। সবদিক মাথায় রেখে খলিলগঞ্জ এলাকা অথবা কাঁঠালবাড়ীর কোন স্থানে ট্রাক স্ট্যান্ডের জন্য জায়গা খোঁজা হচ্ছে।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান বকসী জানান, কুড়িগ্রাম জেলা মটর মালিক গ্রুপের পক্ষ থেকে বিগত কয়েক দফায় জেলা আইন শৃঙ্খলা মিটিং এ ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য তাগাদা দেয়া হয়েছে। ট্রাক স্ট্যান্ড নির্মাণের বিষয়টি কুড়িগ্রাম পৌর কর্তৃপক্ষের। দীর্ঘ সময়েও কুড়িগ্রাম পৌরসভার কর্তৃপক্ষ ট্রাক স্ট্যান্ড নির্মাণের ব্যাপারে কোন ভূমিকা না নেয়ায় এই দুর্ভোগের হাত থেকে সাধারণ মানুষ পরিত্রাণ পাচ্ছেন না।
এব্যাপারে কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ আবু বকর সিদ্দিক জানান, আমার দায়িত্বকালীন সময়ে কুড়িগ্রাম পৌরসভার উন্নয়নের লক্ষ্যে একটি মাস্টার প্লান করা হয়েছিল। ঐ মাস্টারপ্লানে পৌর এলাকার জন্য ট্রাক স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড সহ প্রয়োজনীয় সকল স্ট্যান্ডের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কথা ছিল। কিন্তু পরবর্তীতে পৌরসভার মাস্টারপ্লান অনুযায়ী কাজ না করায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আয়নাল হক ও সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় মালবাহী পরিবহন সেক্টরে প্রায় ৬ হাজারের উর্দ্ধে শ্রমিক রয়েছে। কুড়িগ্রাম জেলা শহরের ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে সরকারি পর্যাপ্ত পরিমাণ খাস জায়গা রয়েছে। ঐ জায়গাটিকে টাক স্ট্যান্ড হিসেবে সরকারি প্রস্তাবনায় আনলে পরিবহন শ্রমিকরা উপকৃত হবে। তাছাড়া মহাসড়কের পাশেই ট্রাক স্ট্যান্ড নির্মাণ না হলে আমাদেরকে দুর্ভোগের শিকার হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *