কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ গত ২৩ ডিসেম্বর শনিবার রাত ৮.২৫ ঘটিকায়
ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচ হানিফ পরিবহনে কুড়িগ্রাম ‘মজিদা খাতুন আদর্শ ডিগ্রী কলেজ’ সংলগ্ন রাস্তায় তল্লাশি করে নাগেশ্বরীর হুরকাটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মুকুল (২০) এবং শুখাতি বোর্ডঘর গ্রামের মোহাম্মদ নূরনবী সরকার (৩৫) যাত্রী সেজে পোশাকের ব্যাগে ০৬ কেজি গাঁজা পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞেসায় তারা জানায় যে, দীর্ঘদিন ধরে তারা কুড়িগ্রাম জেলা থেকে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে মাদক পরিবহন করে আসছিলো।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।