কুড়িগ্রামপ্রতিনিধি: ১৮-০৯-২০২৪
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরেদিনব্যাপী স্পেশাল হেলথ ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবাও উপকরণ পেলপ্রায় ৩শতাধিক নারী,শিশু ও পুরুষ। বেসরকারীসংস্থা গুডনেইবর বাংলাদেশ’র সিডিপিপ্রকল্পের উদ্যোগে বুধবারসকালে হেলথক্যাম্পেইন’র উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধানসিভিল সার্জনডা. মঞ্জুর-এ-মুর্শেদ।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় যাত্রাপুরইউপি চেয়ারম্যান আব্দুল গফুর’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সিভিলসার্জন ডা. এস.এমআমিনুলইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. এ.টি.এমআনোয়ারুলহ ক, গাইনী স্পেশালিস্ট ডা. নাহিদ আক্তার, সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজ, এডমিন অফিসার জয়চন্দ্র দাস, হেলথ অফিসার মনিরা আক্তার, ডা. তাপশীষ গুপ্ত দাস, প্রোগ্রাম অফিসার বাবু মন্ডল প্রমুখ।
সিডিপি’র (কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রাম) ম্যানেজার রোমিওরতন গোমেজ জানান, বন্যাপরবর্তীসময়েপিছিয়ে পরা চরাঞ্চলেরঅধিবাসীদেরবিভিন্নধরণের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এসময় প্রাথমিক চিকিৎসা সেবারও পর্যাপ্ত সুযোগ থাকেনা। এসব বিবচেনা করে জেলা পর্যায়ের শীর্ষ চিকিৎসকদেরকে নিয়ে এই স্পেশাল হেলথ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র রোগীদের বিনামূল্যে ২৪ ধরণের মেডিসিন প্রদান, হাইজিন কিডস হিসেবে টুথপেষ্ট, ব্রাশ, ওয়াসিংপাউডার, স্যাভলন সাবান, ভিমবার, চিরুনি এবং পুষ্টিমান বিবেচনায় রোগীদের মিক্সডডাল, আটা, নুডলস, বিস্কুট ও সরিষার তেল বিতরণ করা হয়।
ক্যাম্পেইনউপলক্ষে সিভিল সার্জনডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, এটি একটি ভালো উদ্যোগ। সার্চিং করে দরিদ্র রোগীদের সনাক্ত করে বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগকরে দেয়া হয়েছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেখানেওএসব রোগী যাতে ফলোআপ নিতে পারেআমরাতার ব্যবস্থা করে দিবো। সরকারের চিকিৎসা সেবার উদ্যোগ আমরা সকলের সহযোগিতায় ঘরে ঘরে পৌছে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *