এশিয়ান বাংলা নিউজ

কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ রাসেল রানা ও এস এম হাসান ইস্রাফিল এর বাস্তব প্রশিক্ষনের শিক্ষানবিশ কাল সমাপনান্তে কুড়িগ্রাম জেলা পুলিশ হতে বদলি হওয়ায় আজ ২০ আগস্ট ২০২৩ তারিখ রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ রাসেল রানা ও জনাব এস এম হাসান ইস্রাফিলের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন পুলিশ সুপার, কুড়িগ্রাম।

৩৮তম বিসিএসের মাধ্যমে যোগদানকৃত এই সহকারী পুলিশ সুপার দ্বয় বলেন, কুড়িগ্রাম আমাদের হৃদয়ে থাকবে অম্লান। নাগরিকসেবার মহানব্রতে যেভাবে কাজ করছে, কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যবৃন্দ, আমরাও আগামীতে সেভাবেই সদাশয় সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে পালন করবো।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট এর ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।

সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল রানা ও এস এম হাসান ইস্রাফিল এর সফল, সুন্দর জীবন কামনা করে, প্রত্যাশা করে তাদের উন্নয়নমুখী জীবনের জয়যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন