হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) হযরত আলী বিপ্লব ওরফে ওয়াসীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ওয়াসীকে নিজ উপজেলার মিনাবাজার (রুপার খামার) থেকে গ্রেফতার করে কুড়িগ্রাম সদর থানার একটি বিশেষ টিম। এতে সহযোগিতা করে উলিপুর থানা পুলিশ। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। চলতি নভেম্বর মাসে তার বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, নাশকতার মামলায় গতরাতে তাকে উলিপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।