কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ডিসেম্বর) সকালে শহরের টেরে ডেস হোমস কনফারেন্স কক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম। এসময় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে, লালমনিরহাট সুজন সভাপতি চিত্তরঞ্জন রায়, কুড়িগ্রাম সুজন সেক্রেটারি হুমায়ুন কবির সূর্য, উলিপুর উপজেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
ওরিয়েন্টেশনে নির্বাচন কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পর্যবেক্ষণ টিমের দায় দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।