কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামে নানা আয়োজনে পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার
শুভ উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কুড়িগ্রামের মৎস্য খামার সংলগ্ন অফিসে নানা আয়োজনের মধ্য দিয়ে পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার
শুভ উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পিজেকিউএস, আরবিআরএমএফ ও গণ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বঙ্গবন্ধু জনকল্যাণ প্রকল্পের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হোসনে আরা হামিদ ফাউন্ডেশন প্রকল্পের উপদেষ্টা মোঃ আবু বাকার , হস্ত ও কুটির শিল্প প্রকল্পের পরিচালক মোছাঃ মঞ্জুয়ারা, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারি প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার
রংপুর বিভাগীয় কোঅর্ডিনেটর মোহাম্মদ রঞ্জু সরকার। আগামী দিনে কুড়িগ্রাম জেলায় দারিদ্রতা নিরসনে প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও পরিকল্পনা সবার সামনে তুলে ধরা হয়।