কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলের সেনেটারী মিস্ত্রী, প্লাম্বিং মিস্ত্রী ও ব্যবসায়ীদেরকে নিয়ে পিসিএল প্লাস্টিক গ্রæপের উদ্যোগে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ন্যাশনাল ম্যানেজার একে আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনীয়ার মতিয়ার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মেহেতাজ তাজনিয়া, পরিচালক (অর্থ) দিলরুবা বেগম, ডেপুটি ন্যাশনাল ম্যানেজার জাহাঙ্গীর খাঁন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার শরিফুল ইসলাম সাগর, শ্রী বিপ্লব কুমার ঘোষ, কুড়িগ্রামের জোনাল ম্যানেজার আক্কাস আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে প্রায় ৫ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।