হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নাজিমখাঁন ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহাদী ও ফারাদি নামে ৬ বছরের দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের মমিন মৌজার আলসিয়া পাড়া গ্ৰামে দুর্ঘটনাটি ঘটে।
নাজিমখাঁন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী জানান, আপন চাচাতো ভাই মাহাদী (৬) ও ফারাদি (৬) সকালে খেলতে বের হয়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের বাবা সোহাগ ও সাজুসহ স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করে না পেয়ে বাড়ীর পাশে পুকুরে সন্ধান করতে থাকে। এক পর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় দু’শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা। একসাথে দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।