শফিউল আলম শফি,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩০জন আহত হয়েছে। কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঠালবাড়ী ব্রীজের উপর শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাঠালবাড়ী ব্রীজের উপর কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি নৈশ্যকোচের সাথে বিপরীতদিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক এবং নৈশ্যকোচের চালক, হেলপাড়সহ ৩০ যাত্রী আহত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে গুরুত্বর আহত ট্রাক চালক সাহেব আলী (৪৫) কে কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোববার সাকালে মারা যায়। নিহত ট্রাক চালকের বাড়ী কুড়িগ্রামের চিলমারী উপজেলার তজু মিয়ার পুত্র বলে জানা গেছে।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জমির উদ্দিন জানান, দুর্ঘটনার পর থেকে ট্রাক ও কোচটি পুলিশের হেফাজতে আছে।