কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মঙ্গলবার কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও বিকাশ লিমিটেড এর আয়োজনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার এবং মোবাইল ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট, সাধারণ মোবাইল ব্যাংকিং গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর অপব্যবহার ও প্রতারণা রোধকল্পে বিকাশ লিমিটেড এর কর্মকর্তা ও এজেন্টদের উপস্থিতিতে এক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, বিকাশ লিমিটেড এর হেড অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অবসরপ্রাপ্ত) এ.কে.এম. মনিরুল করিম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আসিফ হাসান আদনান, সুজয় রায়, অ্যাসিস্ট্যান্ট অফিসার সাদমান সাকিব সহ কুড়িগ্রাম জেলার বিকাশ এজেন্ট, রিটেইলারবৃন্দ।
কর্মশালায় পুলিশ সুপার অবৈধ লেনদেন ও প্রতারণা রোধে বিকাশ লিমিটেড বাংলাদেশকে আরো জোরদার সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও এজেন্টগণকে দোকানের সামনে সচেতনতামূলক পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগাতে বলেন। সন্দেহজনক লেনদেন হলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার নির্দেশনা প্রদান করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া প্রতারণা রোধকল্পে কুড়িগ্রাম জেলা পুলিশ সকল প্রকার আইনি সহায়তা প্রদান করবে মর্মে প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।