কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বাংলাদেশ-ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় দুই দেশের কমান্ডার পর্যায়ে এ বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হয়ে বিকেলে শেয় হয়।