মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রাম জেলা সদরের টেক্সাইল মোড় নাজিরা এলাকায় দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ জুলাই’২০২৪ইং দিনব্যাপী জেলা সদরের টেক্সটাইল মোড় নাজিরা এলাকায় দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্প অফিসে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতাল ও কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা একিভূত চক্ষুসেবা কর্মসূচীর আওতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে হতদরিদ্র চক্ষু রোগীরা চোখ পরীক্ষা করে চিকিৎসা সেবা নেয়। সাইট সেভার্স এর অর্থায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন- উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আহমেদ, সাইট সেভার্স এর সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের রিফ্রাকশনিষ্ট প্রহেলিকা চৌধুরী, প্যাথলোজিষ্ট আরিফ হোসেন, দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পে জেলা অডিট অফিসার মোঃ রিয়াদ হোসেন, জেলা কো-অর্ডিনেটর মোঃ রাশেদুজ্জামান রাশেদ, থানা কো-অর্ডিনেটর মোঃ জুয়েল মিয়া প্রমূখ। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন এর মাধ্যমে ৭৫ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। ২০ জন রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ ও ৫০ জন রোগীর মাঝে ঔষধ বিতরণ এবং ২০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চোখের সানি অপারেশন সহ অপারেশন পরবর্তী ঔষধ ও কালো চশমা দেয়া হয়।