কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাঝিয়ারী এলাকায় ব্রম্মপুত্র নদে একটি যাত্রী বোঝাই নৌকা ডুবে ৭জন আহত ও ২জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে যাত্রাপুর ঘাট থেকে যাত্রী বোঝাই একটি নৌকা নারায়নপুর ঘাটের দিকে ছাড়ে। পথি মধ্যে মাঝিয়ালী নামক স্থানের ব্রম্মপুত্র ও দুধকুমর নদের মোহনার প্রচন্ড ঘুর্ণিপাকে পরে মাঝি নৌকাটির নিয়ন্ত্রন হারিয়ে ফেললে নৌকাটি সেখানেই ডুবে যায়। পরে যাত্রীদের বাচাঁও বাচাঁও চিৎকারে পাশে মাঝধরা দুটি নৌকা দ্রুত এসে যাত্রীদের উদ্ধার করে। এ সময় তারাহুড়ায় ৭জন আহত হয়। মহিজ উদ্দিন (৬৮)ও ছয়ফুল (১১) নামে দুজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নৌকার মাঝি কাশেম আলী জানান,প্রায় ৬০জন যাত্রী নিয়ে বেলা ১১টার দিকে যাত্রাপুর ঘাট থেকে নৌকাটি নারায়নপুরের উদ্দেশ্যে ছাড়ি। টিপটিপ বৃষ্টি ও বাতাস ছিল। কিন্তু মাঝিয়ালীর কাছাকাছি মহনায় এলে এক প্রচন্ড বাতাস সুষ্টি হয় এবং নৌকাটি ডুবতে থাকে। সামান্য দুরে মাছ ধরা দুটি বড় নৌকা এসে আমাদের সাহায্য করে। দুইজনকে খুজে পাওয়া যাচ্ছে না। নৌকার যাত্রী মাহতাব আলী বলেন, যাত্রীদের প্রায় ৩০/৪০টি মোবাইল ও ৩০-৪০হাজার নগদ টাকা ও নৌাকাটিতে অনেকের জিনিয়পত্র ছিল । সব মিলে ৪-৫লাখ টাকা ক্ষতি হয়েছে।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার বলেন,ওই নৌকার সব যাত্রী নারায়নপুর এলাকার। আহত ৭জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়েছে । যে দুজন নিখোঁজ রয়েছে তাদের উদ্ধারে কয়েকটি নৌকা তাদের খুজঁতাছে।