কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উপলক্ষে বুধবার (৮ ডিসেম্বর)
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার, বেলগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুক্তরাম গ্রামের ৫ নং পল্লী সমাজের সদস্যগণ কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে মানব বন্ধন করেছে। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন
কুড়িগ্রাম সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তানজির বিন ইসলাম, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাচ্ছেল হোসেন সহ ব্র্যাক কুড়িগ্রাম সদর অফিসের কর্মকর্তাগন।
মানব বন্ধন আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ সাইদুর রহমান, অফিসার (সামাজিক ক্ষমতায়ন
ও আইনি সুরক্ষা কর্মসুচি) ব্র্যাক কুড়িগ্রাম সদর।