কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে বলে জানা গেছে।পুলিশ ঘাতক বড় ভাইকে গ্রেফতার করেছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই মোকছেদ আলীর সাথে ছোট ভাই রফিকুলের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বড় ভাই মোকছেদ আলী ছোট ভাই রফিকুলের(৪০) এর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রফিকুল শিবরাম গ্রামের মৃত কিছমত আলীর পুত্র।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বড় ভাই মোকছেদ আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, ঘাতক বড় ভাই মোকছেদ আলীকে গ্রেফতার করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দয়ের করা হয়েছে।