বিপুল রায় -স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম সদরের পালপাড়া শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম মন্ত্রনালয়ের অধীনে ধর্মীয় শিক্ষা (শিশু) শিক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও বই বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, শ্রী রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা ডা. অমিত কুমার বসু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল রায়, শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অমল ব্যনার্জী। উক্ত অনুষ্ঠানের সভাপতত্ব করেন কুড়িগ্রাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী।