কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে মশা ও ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কুড়িগ্রাম পৌরসভা। এ উপলক্ষে পৌরসভা থেকে একটি বিশাল র্যালি সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কলেজমোড়ে এসে সমবেত হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।
সপ্তাহব্যাপী এই প্রচারণা ২৩ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এসময় অফিস আদালতসহ বাসাবাড়ী ও নির্মাণাধীন ভবন সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চলবে।