কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে পুকুর থেকে তোলা একটি মাছের গায়ে আল্লাহু লেখা দেখে ভীড় জমিয়েছে উৎসুক জনতা।

রোববার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক নাককাটি গ্রামের রফিকুল ইসলাম নামে একজনের পুকুরে মাছটি ধরা পরে।

স্থানীয়রা জানান, বিজিবিতে চাকুরীরত রফিকুল ইসলামের স্ত্রী মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আল্লাহু লেখা। এই খবর ছড়িয়ে পরলে অন্যান্য এলাকার মানুষ মাছটি এক নজর দেখাতে ওই বাড়িতে ভীড় জমায়।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম জানান, আমাদের পুকুরে আমার জ্যাটাতো ভাই মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। সেই মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মোঃ আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *